০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মানুষকে মানবিক হতে হবে তাহলেই আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব ; মুহাম্মদ জাহিদুর রহমান

 

মানিকগঞ্জঃ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হরিরামপুর- মানিকগঞ্জ -২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান বলেছেন, “মানুষ যদি মানবিক না হয়, তাহলে একটি রাষ্ট্র ফ্যাসিবাদ ও অমানবিকতার পথে ধাবিত হয়।তাই ন্যায়, সহানুভূতি ও মানবিক মূল্যবোধের উপর ভিত্তি করেই একটি আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব।”তাই মানুষকে মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

শুক্রবার (১৭ অক্টোবর ) হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জাহিদুর রহমান বলেন, “আজ আমাদের সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি, মিথ্যাচার ও অন্যায় দিন দিন বেড়েই চলেছে। এর মূল কারণ মানুষ নিজের মধ্যে মানবিকতা ও নৈতিক চেতনা হারিয়ে ফেলেছে। ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, এটি মানুষকে ন্যায়, সততা, দয়া ও সেবার শিক্ষা দেয়।”
জাহিদুর রহমান আরও বলেন, “একটি মানবিক সমাজ গড়ে তুলতে হলে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সৎ ও ন্যায়পরায়ণ হতে হবে। খোদাভীরু ও নৈতিক মানুষই পারে সমাজে সত্যিকারের পরিবর্তন আনতে।”

তিনি দেশের মানুষকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে অন্যের অধিকার রক্ষা ও সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
মতবিনিময় সভায় জামায়াত নেতা এডভোকেট জামাল উদ্দিন, এডভোকেট শফিকুল ইসলাম জসিম, শিক্ষক নেতা কামরুল ইসলাম ও শিবিরের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মধুপুরে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মানুষকে মানবিক হতে হবে তাহলেই আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব ; মুহাম্মদ জাহিদুর রহমান

প্রকাশের সময়ঃ ০৭:০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

 

মানিকগঞ্জঃ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হরিরামপুর- মানিকগঞ্জ -২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান বলেছেন, “মানুষ যদি মানবিক না হয়, তাহলে একটি রাষ্ট্র ফ্যাসিবাদ ও অমানবিকতার পথে ধাবিত হয়।তাই ন্যায়, সহানুভূতি ও মানবিক মূল্যবোধের উপর ভিত্তি করেই একটি আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব।”তাই মানুষকে মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

শুক্রবার (১৭ অক্টোবর ) হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জাহিদুর রহমান বলেন, “আজ আমাদের সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি, মিথ্যাচার ও অন্যায় দিন দিন বেড়েই চলেছে। এর মূল কারণ মানুষ নিজের মধ্যে মানবিকতা ও নৈতিক চেতনা হারিয়ে ফেলেছে। ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, এটি মানুষকে ন্যায়, সততা, দয়া ও সেবার শিক্ষা দেয়।”
জাহিদুর রহমান আরও বলেন, “একটি মানবিক সমাজ গড়ে তুলতে হলে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সৎ ও ন্যায়পরায়ণ হতে হবে। খোদাভীরু ও নৈতিক মানুষই পারে সমাজে সত্যিকারের পরিবর্তন আনতে।”

তিনি দেশের মানুষকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে অন্যের অধিকার রক্ষা ও সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
মতবিনিময় সভায় জামায়াত নেতা এডভোকেট জামাল উদ্দিন, এডভোকেট শফিকুল ইসলাম জসিম, শিক্ষক নেতা কামরুল ইসলাম ও শিবিরের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।