
টাঙ্গাইলঃ বিগত ১৫ বছরে আওয়ামীলীগ ও তাদের রাতের ভোটের নির্বাচিত জনপ্রতিনিধিরা শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মধুপুর ধনবাড়ী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলী।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের চাকন্দ লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি সংঘ মিনি ফুটবল টূর্ণামেন্ট ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাকন্দ লক্ষীপুর তরুণ সংঘ আয়োজিত উক্ত অনুষ্ঠানে গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান লিটনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজহারুল ইসলাম মুক্তার।
বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন বাবলু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, মধুপুর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিনজুর রহমান নান্নু, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্বাছ আলী।
এসময় ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।