০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কালিগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুর গ্রামে।

জমি দখলে বাধা দেয়ায় খুন জখমের হুমকি দেয়া হয়েছে বলে থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেছেন উপজেলার কুশলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের মরহুম আবেদার রহমানের ছেলে ভুক্তভোগী রেজাউল ইসলাম (৪৮)।

থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে রেজাউল ইসলাম জানান, উপজেলার বাজারগ্রাম রহিমপুর (জে.এল নং-৫৬) সাবেক ১৪৪ নং খতিয়ানে ৮৩ দাগে মোট ৩৩ শতক জমির মধ্যে তার ২৮ শতক জমি রয়েছে। ওই জমি প্রতিবেশী মৃত কালীপদ দাসের ছেলে রাধাপদ দাস (৬৮) গং দীর্ঘদিন যাবত জবরদখলের পায়াতারা চালাচ্ছে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেও তিনি ব্যার্থ হয়েছেন। একপর্যায়ে ১৮ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে রাধাপদ দাস, তার ভাই সুকুমার দাস, অনীল কুমার দাসসহ তাদের সহযোগীরা জোরপূর্বক বাঁশ খুঁটি দ্বারা দোকানঘর নির্মাণ করতে থাকে।

এ সময় তিনি ও তার ভাই রবিউল ইসলাম, মা মোছাঃ রহিমা খাতুন ঘটনাস্থলে যেয়ে দখলকাজে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তারা বাঁশের লাঠি নিয়ে এলোপাতাড়ি মারপিট করে তাদের জখম করে। চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে প্রতিপক্ষরা “এই সম্পত্তি আমরা জবরদখল করবো, আমাদের কেউ বাধা প্রদান করিলে তাকে খুন করে এই জমিতেই পুতে রাখব” মর্মে হুমকি ধামকি প্রদান করে ঘটনাস্থল থেকে চলে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জমি জবরদখলের চেষ্টার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মধুপুরে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কালিগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

প্রকাশের সময়ঃ ১২:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুর গ্রামে।

জমি দখলে বাধা দেয়ায় খুন জখমের হুমকি দেয়া হয়েছে বলে থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেছেন উপজেলার কুশলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের মরহুম আবেদার রহমানের ছেলে ভুক্তভোগী রেজাউল ইসলাম (৪৮)।

থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে রেজাউল ইসলাম জানান, উপজেলার বাজারগ্রাম রহিমপুর (জে.এল নং-৫৬) সাবেক ১৪৪ নং খতিয়ানে ৮৩ দাগে মোট ৩৩ শতক জমির মধ্যে তার ২৮ শতক জমি রয়েছে। ওই জমি প্রতিবেশী মৃত কালীপদ দাসের ছেলে রাধাপদ দাস (৬৮) গং দীর্ঘদিন যাবত জবরদখলের পায়াতারা চালাচ্ছে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেও তিনি ব্যার্থ হয়েছেন। একপর্যায়ে ১৮ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে রাধাপদ দাস, তার ভাই সুকুমার দাস, অনীল কুমার দাসসহ তাদের সহযোগীরা জোরপূর্বক বাঁশ খুঁটি দ্বারা দোকানঘর নির্মাণ করতে থাকে।

এ সময় তিনি ও তার ভাই রবিউল ইসলাম, মা মোছাঃ রহিমা খাতুন ঘটনাস্থলে যেয়ে দখলকাজে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তারা বাঁশের লাঠি নিয়ে এলোপাতাড়ি মারপিট করে তাদের জখম করে। চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে প্রতিপক্ষরা “এই সম্পত্তি আমরা জবরদখল করবো, আমাদের কেউ বাধা প্রদান করিলে তাকে খুন করে এই জমিতেই পুতে রাখব” মর্মে হুমকি ধামকি প্রদান করে ঘটনাস্থল থেকে চলে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জমি জবরদখলের চেষ্টার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।