
শেরপুরঃ সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর সোমবার বিকালে শ্রীবরদী উপজেলার গড়জরিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গড়জরিপা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
গড়জরিপা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শ্রীবরদী- ঝিনাইগাতী ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
গড়জরিপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন নেদা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, সহ আরো অনেকে।
এসময় অন্যানোদের মধ্যে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।