
মানিকগঞ্জঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেছেন, বাংলাদেশের সর্বাধিক জেলায় বিশ্ববিদ্যালয় আছে কিন্তু আমাদের মানিকগঞ্জে কোন বিশ্ববিদ্যালয় নেই। আমার ইচ্ছা, আমি যেন আমার সন্তানদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারি। যাতে করে এলাকার ছেলেমেয়েদের দূরে গিয়ে পড়াশোনা করতে না হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আফরোজা খানম রিতা বলেন,এলাকার মানুষের কথা চিন্তা করে আমার বাবা মুন্নু ওয়েলফেয়ার এর পক্ষ থেকে হাসপাতাল তৈরি করেছে আমাদের ইচ্ছা আছে সামনে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তৈরি করার। বিগত সময়ে অনেকবার আমরা এ চেষ্টা চালিয়েছি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা তা করতে পারি নাই। আগামী নির্বাচনে আমরা যখন ধানের শীষের দল গঠন করব ইনশাল্লাহ মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তৈরি হবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,আমরা যারা রাজনীতি করি তারা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে রাজনীতি করি। আমরা চাই সুন্দর সামাজিক ও মানবিক সমাজ গড়ে উঠুক। সেখানে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানে যারা জড়িত আছেন তাদের নিরাপত্তার এবং আস্থার একটা জায়গা করে দিতে হবে। তারা যেন নিজেকে কখনো অসহায় না ভাবে। মানিকগঞ্জবাসী হিসেবে এটা আমাদের দায়িত্ব। আমার সাথে যারা আছেন তারা নীতি আদর্শ মেনে চলার চেষ্টা করবেন যদি না করেন তাহলে তাদের দলে অন্তর্ভুক্ত করব না।
খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আ. ফ. ম. নুরতাজ আলম বাহারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুর রউফ, আ. ত. ম. জহিরুল আলম লোদী, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।