১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হৃদয়ের লাশ উত্তোলন

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১২:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে লাশ দাফনের তিন মাস পর ময়নাতন্তের জন্য হৃদয় নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকালে মিজমিজি পাইনাদী কেন্দ্রীয় কবরস্থান থেকে নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোনাব্বর হোসেনের উপস্থিতিতে যুবকের লাশ উদ্ধার করা হয়।

এর আগে, গত ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত হন হৃদয়। পরবর্তীতে মা মোসা. রিতা বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানকে প্রধান আসামি করে ১০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন আদলত।

নিহত হৃদয় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দুর্গাপুর গ্রামের তফে আলীর ছেলে। সে জীবিকা নির্বাহের তাগিতে পরিবারকে নিয়ে সিদ্ধিরগঞ্জে এক বাড়িতে ভাড়া থাকতেন। হিরাঝিলের একটি থাই গ্লাসের দোকানে সে চাকুরী করতেন।

এব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আল মামুন জানান, নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোনাব্বর হোসেনের নেতৃত্বে নিহতের লাশ উত্তোলন করা হয়। ২১ আগস্ট থানায় দায়েরকৃত মামলার তদন্তের স্বার্থে নিহত হৃদয়ের লাশ উত্তেলন করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান

নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হৃদয়ের লাশ উত্তোলন

প্রকাশের সময়ঃ ১২:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে লাশ দাফনের তিন মাস পর ময়নাতন্তের জন্য হৃদয় নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকালে মিজমিজি পাইনাদী কেন্দ্রীয় কবরস্থান থেকে নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোনাব্বর হোসেনের উপস্থিতিতে যুবকের লাশ উদ্ধার করা হয়।

এর আগে, গত ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত হন হৃদয়। পরবর্তীতে মা মোসা. রিতা বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানকে প্রধান আসামি করে ১০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন আদলত।

নিহত হৃদয় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দুর্গাপুর গ্রামের তফে আলীর ছেলে। সে জীবিকা নির্বাহের তাগিতে পরিবারকে নিয়ে সিদ্ধিরগঞ্জে এক বাড়িতে ভাড়া থাকতেন। হিরাঝিলের একটি থাই গ্লাসের দোকানে সে চাকুরী করতেন।

এব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আল মামুন জানান, নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোনাব্বর হোসেনের নেতৃত্বে নিহতের লাশ উত্তোলন করা হয়। ২১ আগস্ট থানায় দায়েরকৃত মামলার তদন্তের স্বার্থে নিহত হৃদয়ের লাশ উত্তেলন করা হয়েছে।