০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেটার বাংলাদেশের মানচিত্র প্রকাশে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত

ঢাকাঃ বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারতের জাতীয় স্বার্থ ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয়াদিল্লি বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে বিশেষ মনোযোগী।

ভারতের পার্লামেন্টের চলমান বর্ষাকালীন অধিবেশনে বুধবার এ মন্তব্য করেন জয়শঙ্কর। অধিবেশনে বিজেপির এক সংসদ সদস্য সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি প্রদর্শনী প্রসঙ্গে তার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘সালতানাত-ই-বাংলা’ নামের একটি ইসলামপন্থী গোষ্ঠী তথাকথিত ‘গ্রেটার বাংলাদেশ’ নামে একটি মানচিত্র প্রকাশ করেছে, যাতে ভারতের একাধিক রাজ্যকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে।

উল্লেখ করা হয়, এই গোষ্ঠীটি তুরস্কভিত্তিক এনজিও ‘তার্কিশ ইউথ ফেডারেশন’-এর সহায়তায় পরিচালিত হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, “আমরা এ বিষয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। সরকারি ফ্যাক্টচেক প্ল্যাটফর্ম ‘বাংলাফ্যাক্ট’-এর বরাত দিয়ে তারা আমাদের জানিয়েছে, ২০২৫ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ঐতিহাসিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে মধ্যযুগীয় বাংলার একটি মানচিত্র প্রদর্শিত হয়।”

তিনি আরও জানান, “প্রদর্শনীর আয়োজকরা বাংলাদেশের সরকারকে জানিয়েছেন, তাদের কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক নেই। পাশাপাশি বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সালতানাত-ই-বাংলা’ নামে কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই।”

জয়শঙ্কর বলেন, “জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে আমরা বাংলাদেশকে ঘিরে বিশেষ নজর রাখছি। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা এসব বিষয়ে পদক্ষেপ নিচ্ছি।”

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tag :
About Author Information

জনপ্রিয়

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার বাদীকে হত্যার হুমকি স্বজনদের মানববন্ধন

গ্রেটার বাংলাদেশের মানচিত্র প্রকাশে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত

প্রকাশের সময়ঃ ১১:১৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

ঢাকাঃ বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারতের জাতীয় স্বার্থ ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয়াদিল্লি বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে বিশেষ মনোযোগী।

ভারতের পার্লামেন্টের চলমান বর্ষাকালীন অধিবেশনে বুধবার এ মন্তব্য করেন জয়শঙ্কর। অধিবেশনে বিজেপির এক সংসদ সদস্য সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি প্রদর্শনী প্রসঙ্গে তার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘সালতানাত-ই-বাংলা’ নামের একটি ইসলামপন্থী গোষ্ঠী তথাকথিত ‘গ্রেটার বাংলাদেশ’ নামে একটি মানচিত্র প্রকাশ করেছে, যাতে ভারতের একাধিক রাজ্যকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে।

উল্লেখ করা হয়, এই গোষ্ঠীটি তুরস্কভিত্তিক এনজিও ‘তার্কিশ ইউথ ফেডারেশন’-এর সহায়তায় পরিচালিত হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, “আমরা এ বিষয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। সরকারি ফ্যাক্টচেক প্ল্যাটফর্ম ‘বাংলাফ্যাক্ট’-এর বরাত দিয়ে তারা আমাদের জানিয়েছে, ২০২৫ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ঐতিহাসিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে মধ্যযুগীয় বাংলার একটি মানচিত্র প্রদর্শিত হয়।”

তিনি আরও জানান, “প্রদর্শনীর আয়োজকরা বাংলাদেশের সরকারকে জানিয়েছেন, তাদের কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক নেই। পাশাপাশি বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সালতানাত-ই-বাংলা’ নামে কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই।”

জয়শঙ্কর বলেন, “জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে আমরা বাংলাদেশকে ঘিরে বিশেষ নজর রাখছি। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা এসব বিষয়ে পদক্ষেপ নিচ্ছি।”

সূত্র: টাইমস অব ইন্ডিয়া