০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পাপ্পু গ্রেফতার

 

নারায়ণগঞ্জঃ সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্্রাপ্ত পলাতক আসামী শাহ আলম ওরফে পাপ্পু (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২ আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম সঙ্গীয় ফোর্সসহ মিজমিজি বাতানপাড়া বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাহ আলম ওরফে পাপ্পু মিজমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, সৌদি প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের দেখাশোনা করতেন সিরাজুল ইসলাম। এ সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী পাপ্পু ও শুক্কুর তার কাছে নিয়মিত চাঁদা দাবি করতেন। ২০১৫ সালের ২৩ জুলাই ফের চাঁদা চাইতে এসে বাগবিতণ্ডার একপর্যায়ে তারা লাঠি দিয়ে সিরাজুলকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। উক্ত ঘটনায় নিহতের ছেলে মো. জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। যার মামলা নং-৩২(০৭)১৫। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত পাপ্পু ও শুক্কুরকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মানিকগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র প্রদান

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পাপ্পু গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০৮:৩৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

 

নারায়ণগঞ্জঃ সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্্রাপ্ত পলাতক আসামী শাহ আলম ওরফে পাপ্পু (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২ আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম সঙ্গীয় ফোর্সসহ মিজমিজি বাতানপাড়া বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাহ আলম ওরফে পাপ্পু মিজমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, সৌদি প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের দেখাশোনা করতেন সিরাজুল ইসলাম। এ সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী পাপ্পু ও শুক্কুর তার কাছে নিয়মিত চাঁদা দাবি করতেন। ২০১৫ সালের ২৩ জুলাই ফের চাঁদা চাইতে এসে বাগবিতণ্ডার একপর্যায়ে তারা লাঠি দিয়ে সিরাজুলকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। উক্ত ঘটনায় নিহতের ছেলে মো. জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। যার মামলা নং-৩২(০৭)১৫। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত পাপ্পু ও শুক্কুরকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।