
টাঙ্গাইলঃ টাঙ্গাইলে জুয়া খেলার সময় যৌথবাহিনীর বিশেষ অভিযানে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ((১২ আগস্ট) দিবাগত রাতে শহরের বড় কালিবাড়ি এলাকার একটি ক্লাবে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী (৫০), শহরের কালিবাড়ি এলাকার বিধুণ ভুষনের ছেলে রক্ষিত বিশ্বজিত (৫৫), পুর্ব আদালত পাড়ার সবুর খান বীর বিক্রমের ছেলে মো. শাহ আলম খান মিঠু (৫৫), দিঘুলিয়া এলাকার কোদাদির ছেলে জসিম উদ্দিন (৫৭), খুদের যুগনি এলাকার আব্দুল কাদেরের ছেলে গোলাম মাওলা (৪৮), থানাপাড়া এলাকার বদলি মিয়ার ছেলে শাহিন আহমেদ (৫০), ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে আবু জাফর খান (৪৪), বিশ্বাস বেতকা এলাকার ওমর আলীর ছেলে মো. আব্দুর রশিদ (৫৫), আকুর-টাকুর এলাকার খাদেম আলীর ছেলে মঈন খান (৬০), সদর উপজেলার করটিয়ার ইসমাইলের ছেলে মোস্তফা কামাল(৫৮),বটতলা এলাকার মন্টু ঘোষের ছেলে বিশ্বনাথ ঘোষ (৫৪),একই এলাকার মিনহাজের ছেলে একে এম মাসুদ (৫৫),বিশ^াস বেতকা এলাকার শামসুল হকের ছেলে মো. শিপন মিয়া (৫৮), আকুর-টাকুর এলাকার বিএনপি নেতা দেওয়ান শফিকুল (৬০), বেপারী পাড়া নুরুল আমীনের ছেলে এস এম ফরিদ আমিন (৫৫), আকুর টাকুর এলাকার জসীম উদ্দিনের ছেলে কবির হোসেন (৫০),আদালত পাড়ার রফিক উদ্দিনের ছেলে মোশারফ উদ্দিন (৫০), সদর উপজেলার ঘারিন্দা বরাট এলাকার আব্দুল হানিফের ছেলে হাবিল উদ্দিন (৪০),বেতকা এলাকার শওকতের ছেলে মহব্বত আলী (৫৫), আকুর-টাকুর পাড়া এলাকার মজিদের ছেলে জাহিদ (৪৪), থানা পাড়া এলাকার মনিরুজ্জামানের ছেলে প্রিন্স খান (৬৫), একই এলাকার কামরুলের ছেলে সৈয়দ শামসুদ্দোহা (৪৫), আদালত পাড়ার আলিমের ছেলে রফিকুল ইসলাম (৫৫),পাড় দিঘুলিয়া এলাকার গোলাম রাব্বানীর ছেলে সাদেকুর রহমান,পৌরসভার কাজিপুর এলাকার আব্দুররশিদের ছেলে মো. সেলিম (৪৫),আদালত পাড়ার ফেরদৌসের ছেলে হাসান আলী (৫০), বিশ্বাস বেতকার জসিমের ছেলে রফিক, আদালত পাড়ার সবুরের ছেলে শাহ আলম (৫৫), একই এলাকার রফিকের ছেলে সিরাজুল (৪৫), বিশ্বাস বেতকার রউফের ছেলে আশিকুর রহমান (৪৬), আদি টাঙ্গাইলের সেফাত আলীর ছেলে শফিক (৫২), বিশ্বাস বেতকা এলাকার গফুরের ছেলে আখতারুজ্জামান (৪৩),আশেকপুর এলাকার শওকতের ছেলে আরমান (৪৩) ও ছয়আনি পুকুর পাড় এলাকার মিরাজুলের ছেলে শামসুল হক (৫৬)।
টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর হাসান মুঠোফোনে জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনের মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।