
নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে গৃহবধূ ও যুবকের দু’টি লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন ডিএনডি লেক ও শিমরাইল এলাকার সড়ক ও জনপথের স্টাফ কেয়ার্টার থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া লাশ দু’টির মধ্যে গৃহবধূর নাম লাকি আক্তার (৩৫)। তিনি রাজধানী ঢাকার গোপিবাগের রুবেল মিয়ার স্ত্রী বলে জানা গেছে। অন্যদিকে, ডিএনডি লেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
লাকির স্বামী রুবেল জানান, তার স্ত্রী প্রায় সময়ই বাড়ি থেকে ঝগড়া করে বের হয়ে যেতো। এর আগেও তিনি কয়েকবার চলে এসেছিলো। গতকাল মঙ্গলবার রাতেও তিনি তার তিন মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে আসে। পরে আজ বুধবার সকালে খবর পাই তার লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, লাকি আক্তার প্রায় সময়ই স্বামীকে রেখে সড়ক ও জনপথের কেয়ার্টারে ভাড়ায় বসবাসরত বিআরটিসি বাসের চালক নিরবের বাসায় আসতো। প্রায় ছয় মাস ধরে নিরবের বাসায় যাতায়াত ছিল তার। গতকাল মঙ্গলবার রাতেও তিনি নিরবের বাসায় যান। পরদিন সকালে সেখান থেকেই তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তাদের ধারণা, নিরবই এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। এদিকে, ঘটনার পর থেকেই নিরব পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।
অন্যদিকে, সকাল ৯টার দিকে (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের ডিএনডি লেকে আনুমানিক ২১ বছর বয়সী এক যুবকের লাশ পানিতে ভেসে ওঠে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। তবে ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, দু’টি লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।