১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কারাগারে

 

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে দায়ের করা একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটায় শুনানি শেষে আদালত তাকে রাজধানীর কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সিআইডি পুলিশ তাকে কঠোর নিরাপত্তার মধ্যে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিনের আদালতে হাজির করে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে ভার্চুয়াল শুনানিতে আদালত আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত ১০ আগস্ট সিআইডি তাকে নারায়ণগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করে।

তিনি আরও জানান, রিমান্ড শেষে বুধবার তাকে পুনরায় আদালতে হাজির করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কারাগারে

প্রকাশের সময়ঃ ০৮:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

 

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে দায়ের করা একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটায় শুনানি শেষে আদালত তাকে রাজধানীর কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সিআইডি পুলিশ তাকে কঠোর নিরাপত্তার মধ্যে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিনের আদালতে হাজির করে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে ভার্চুয়াল শুনানিতে আদালত আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত ১০ আগস্ট সিআইডি তাকে নারায়ণগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করে।

তিনি আরও জানান, রিমান্ড শেষে বুধবার তাকে পুনরায় আদালতে হাজির করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।