
নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পপরিচালনা করে তাঁতী লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার(১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
গ্রেফতারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি লায়ন মো. ইউসুফ মাসুদ (৪২), সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সেলিম খান ওরফে বালতি সেলিম (৬০) এবং সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল (৩৫)।
সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি লায়ন ইউসুফ মাসুদ সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর মতিউর রহমান মতির আপন ভাগিনা।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেফতারকৃত দুইজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজারভুক্ত আসামি। অপরজনের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।