
মানিকগঞ্জঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানিকগঞ্জের শিবালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে শিবালয় উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি উপজেলা শাখার আয়োজনে প্রেসক্লাব ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়।
শিবালয় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মোঃ মারুফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন—মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান বিশ্বাস, শিবালয় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক সমিতির শিবালয় উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিরাঞ্জন সূত্রধর, সাপ্তাহিক অগ্নিবিন্দু-র সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আকমল হোসেন খান, সাংবাদিক কোহিনুর ইসলাম, আকাশ চৌধুরী, শামীম মিয়া, লিটন আহমেদ ও ইমরান নাজির প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা জনস্বার্থে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত নানা ঝুঁকি মোকাবিলা করেন। তবুও সত্য তুলে ধরার দায়িত্ব থেকে তারা পিছিয়ে যান না। গাজীপুরে তুহিনকে দিনের আলোয় কুপিয়ে হত্যা করা—দেশের গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য এক ভয়াবহ দৃষ্টান্ত। তারা হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন। গত সপ্তাহে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাংবাদিক সমাজে নিন্দা ও ক্ষোভের ঝড় বইছে।