০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় অনন্ত কারখানা ভাঙচুর, অগ্নি সংযোগের ঘটনায় যৌথ বাহিনীর হাতে গ্রেফতার ২

  • মতিউর রহমান
  • প্রকাশের সময়ঃ ০৬:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

ঢাকাঃ আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

পরে আসামিদের থানায় হস্তান্তর করেন যৌথ বাহিনী।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর আগে রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- রংপুর জেলার বদরগঞ্জ থানার উত্তর বাউচার এলাকার আকতারুল ইসলামের ছেলে মতিউর রহমান (২৮) ও নীলফামারী জেলার ডিমলা থানার দোহারপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (২৫) ।
তারা উভয়ে আশুলিয়ায় ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে নাসা গ্রুপে কাজ করতেন বলে জানা যায়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অনন্ত গার্মেন্টেস কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করেন কয়েক’শ দুর্বৃওরা।

এসময় তারা কারখানাটি ব্যাপক ভাঙচুর করে ২১ জনকে পিটিয়ে আহত করে।

এদের মধ্যে দুই জন গুরুতর আহত হয়।

পরে কয়েক’শ অজ্ঞাতনামা আসামী করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন অনন্ত গার্মেন্টেস এর ডেপুটি ম্যানেজার প্রশাসন খাজের আহমেদ।

পরে শুক্রবার রাতে যৌথ বাহিনীর একটি আভিযানিক দল আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করে।

এঘটনায় কারখানাটিতে ওই দিন উৎপাদন বন্ধ থাকায় ৯৫ লক্ষ টাকা ও ভাঙচুর করায় দশ লক্ষ টাকার ক্ষতিসহ মোট এক কোটি পাঁচ লক্ষ টাকা ক্ষতি সাধন হয় বলে জানান অনন্ত গার্মেন্টস কতৃপক্ষ।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনায় গ্রেপ্তার দুইজনকে রাতে থানায় হস্তান্তর করেছেন যৌথ বাহিনী।
শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ধানের শীষকে ফিরিয়ে আনাই মূল লক্ষ্য -আফরোজা খানম রিতা

আশুলিয়ায় অনন্ত কারখানা ভাঙচুর, অগ্নি সংযোগের ঘটনায় যৌথ বাহিনীর হাতে গ্রেফতার ২

প্রকাশের সময়ঃ ০৬:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

 

ঢাকাঃ আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

পরে আসামিদের থানায় হস্তান্তর করেন যৌথ বাহিনী।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর আগে রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- রংপুর জেলার বদরগঞ্জ থানার উত্তর বাউচার এলাকার আকতারুল ইসলামের ছেলে মতিউর রহমান (২৮) ও নীলফামারী জেলার ডিমলা থানার দোহারপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (২৫) ।
তারা উভয়ে আশুলিয়ায় ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে নাসা গ্রুপে কাজ করতেন বলে জানা যায়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অনন্ত গার্মেন্টেস কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করেন কয়েক’শ দুর্বৃওরা।

এসময় তারা কারখানাটি ব্যাপক ভাঙচুর করে ২১ জনকে পিটিয়ে আহত করে।

এদের মধ্যে দুই জন গুরুতর আহত হয়।

পরে কয়েক’শ অজ্ঞাতনামা আসামী করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন অনন্ত গার্মেন্টেস এর ডেপুটি ম্যানেজার প্রশাসন খাজের আহমেদ।

পরে শুক্রবার রাতে যৌথ বাহিনীর একটি আভিযানিক দল আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করে।

এঘটনায় কারখানাটিতে ওই দিন উৎপাদন বন্ধ থাকায় ৯৫ লক্ষ টাকা ও ভাঙচুর করায় দশ লক্ষ টাকার ক্ষতিসহ মোট এক কোটি পাঁচ লক্ষ টাকা ক্ষতি সাধন হয় বলে জানান অনন্ত গার্মেন্টস কতৃপক্ষ।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনায় গ্রেপ্তার দুইজনকে রাতে থানায় হস্তান্তর করেছেন যৌথ বাহিনী।
শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।