
ঢাকাঃ জমি সংক্রান্ত বিরোধের জের সাভারের আশুলিয়ায় একটি প্রিন্টিং কারখানায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা কারখানাটির মূল গেট ভাঙচুরের পাশাপাশি অফিস থেকে নগদ টাকা ও শ্রমিকদের মোবাইলসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
রবিবার দুপুরে আশুলিয়ার আড়াগাও এলাকায় ওজিফা প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় এঘটনা ঘটে। খবর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় কারখানার মালিক ও শ্রমিকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী জানায়, সেখানে ৩৬ শতাংশ জমির উপরে একটি প্রিন্টিং কারখানা করেন জালাল উদ্দিন নামের এক কারখানা মালিক। পরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আজ দুপুরে একদল দুর্বৃত্ত দেশিয় অস্ত্র-সজ্জে সজ্জিত হয়ে কারখানাটিতে ব্যাপক হামলা চালিয়ে নিজেদের নামে সাইনবোর্ড ও কাঁটাতারের বেড়া নির্মাণ করে ভয়-ভীতি সৃষ্টি করে চলে যায় । পরে দুপুরে খবর পেয়ে কারখানাটি পরিদর্শন করেন মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এছাড়াও সেখানে সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তির দশ শতাংশ জমির বাউন্ডারির ওয়াল ভেঙ্গে ফেলে সেখানেও তারা নিজেদের জমি দাবী করে সাইনবোর্ড টাঙিয়ে দেন। হঠাৎ করে দুর্বত্তদের তাণ্ডবে কারখানাটি ভাঙচুর হওয়ায় মালিকও শ্রমিকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এঘটনার জন্য কাঠগড়া এলাকার শামীম দেওয়ান নামের এক ব্যক্তি দায়ি করেন কারখানাটির মালিক জালাল উদ্দিন। তবে বিষয়টি অস্বীকার করে শামিম দেওয়ান বলেন, আমাদের নিজেদের জমিতে আমরা সাইনবোর্ড দিয়েছি কোন সমস্যা নেই।
এবিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।