
ঢাকাঃ আশুলিয়ায় সড়ক ও জনপদ বিভাগের বিশেষ অভিযানে নবীনগর- চন্দ্রা মহাসড়কে অবৈধ ভাবে গড়ে উঠা দোকানপাট ও বিভিন্ন অস্থায়ী স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) দুপুরে সড়ক ও জনপদ বিভাগের ম্যাজিস্টড আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বের পল্লী বিদ্যুৎ থেকে বাইপাইল পযর্ন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এর আগে ঘোষণা দেওয়া দিয়ে রাস্তার পাসে গড়ে উঠা সকল প্রকার অবৈধ স্থাপনা, ব্যানার ফেস্টুন ও সড়কের পাসে থাকা মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন।
সরজমিনে গিয়ে দেখা যায়, সড়ক ও জনপদ অধিদপ্তর কতৃক ম্যাজিস্টডের নেতৃত্বে বিপুল পরিমান পুলিশের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। অবশ্য এর আগেই সড়কের পাশের সন দোকান সরিয়ে নেওয়া হয়েছে।
সরিয়ে নেওয়ার পরও যেসব ছাউনি চৌকি, ব্যানার ফেস্টুন, ফুটপাতে রাখা দোকানের বিভিন্ন সরঞ্জাম ও মালামাল ছিল, সেগুলো ভেঙ্গ গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ 



















