১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কালিগঞ্জে মাদক ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা

 

সাতক্ষীরাঃ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল ও মানব পাচারের অভিশাপ থেকে মুক্ত করতে হলে প্রথমেই পরিবার ও সমাজ পর্যায়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে— পরিবার, সমাজ, আইন-শৃঙ্খলা বাহিনী এবং উপজেলা প্রশাসন। মাদক কারবারি ও সেবীদের আইনের আওতায় আনা এবং মানব পাচারকারীদের সামাজিকভাবে বয়কট করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

এজন্য প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে “মাদক ও মানব পাচার প্রতিরোধ কমিটি” গঠনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যেকোনো ধরনের তথ্য সরাসরি উপজেলা প্রশাসনকে জানাতে সবার প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুশুলিয়া ইউপি সচিব কামরুজ্জামানের সঞ্চালনায় এবং ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুর গফফার, খায়রুল ইসলাম, ওয়াহিদুর রহমান বাবু, সিরাজুল ইসলাম, আকলিমা খাতুন, তাহমিনা বেগম প্রমুখ।

এছাড়াও আলোচনায় অংশ নেন হাবিবুর রহমান, সাংবাদিক হাফিজুর রহমান, শফিউল্লাহ কাজী, শহিদুল ইসলাম, ছাত্রনেতা পারভেজ, আবু বক্কার, বিজয় সরকার, সাইফুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, উপজেলায় মাদক কারবারি ও সেবীদের চিহ্নিত করতে সবার সহযোগিতা জরুরি। সমাজ থেকে এ ব্যাধি নির্মূল করতে হলে সবাইকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তারা।

Tag :
About Author Information

জনপ্রিয়

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তৈরি হবে; আফরোজা খানম রিতা

কালিগঞ্জে মাদক ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা

প্রকাশের সময়ঃ ১০:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

 

সাতক্ষীরাঃ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল ও মানব পাচারের অভিশাপ থেকে মুক্ত করতে হলে প্রথমেই পরিবার ও সমাজ পর্যায়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে— পরিবার, সমাজ, আইন-শৃঙ্খলা বাহিনী এবং উপজেলা প্রশাসন। মাদক কারবারি ও সেবীদের আইনের আওতায় আনা এবং মানব পাচারকারীদের সামাজিকভাবে বয়কট করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

এজন্য প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে “মাদক ও মানব পাচার প্রতিরোধ কমিটি” গঠনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যেকোনো ধরনের তথ্য সরাসরি উপজেলা প্রশাসনকে জানাতে সবার প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুশুলিয়া ইউপি সচিব কামরুজ্জামানের সঞ্চালনায় এবং ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুর গফফার, খায়রুল ইসলাম, ওয়াহিদুর রহমান বাবু, সিরাজুল ইসলাম, আকলিমা খাতুন, তাহমিনা বেগম প্রমুখ।

এছাড়াও আলোচনায় অংশ নেন হাবিবুর রহমান, সাংবাদিক হাফিজুর রহমান, শফিউল্লাহ কাজী, শহিদুল ইসলাম, ছাত্রনেতা পারভেজ, আবু বক্কার, বিজয় সরকার, সাইফুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, উপজেলায় মাদক কারবারি ও সেবীদের চিহ্নিত করতে সবার সহযোগিতা জরুরি। সমাজ থেকে এ ব্যাধি নির্মূল করতে হলে সবাইকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তারা।