০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনার শিকার যাত্রীবাহী বাস

দিনাজপুরঃ দিনাজপুরে একটি যাত্রীবাহী বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বাসে থাকা গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) ভোরে জেলার আমবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার পরপরই ফেসবুক লাইভে গিয়ে বিষয়টি জানান গণঅধিকার পরিষদের এই মুখপাত্র।

লাইভে তিনি বলেন, দিনাজপুরের আমবাড়ি এলাকায় আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি জলাশয়ে পড়ে গেছে। গাড়ির প্রায় সব যাত্রী কম-বেশি আহত হয়েছেন। আমি নিজেও আহত।

তিনি আরও বলেন, গাড়িচালক হয়তো ঘুমিয়ে পড়ছিলেন বিধায় এমন দুর্ঘটনা হয়েছে। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
পরে আরেকটি পোস্টে তিনি লেখেন, তাকেসহ অন্যান্য আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।তবে বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে, সেই বিষয়ে এখনও বিস্তারিত জানা না যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চালকের অসাবধানতা অথবা যান্ত্রিক ত্রুটি এর পেছনে কারণ হতে পারে।

ফুলবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই আমরা। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করেছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মধুপুরে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনার শিকার যাত্রীবাহী বাস

প্রকাশের সময়ঃ ০৫:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

দিনাজপুরঃ দিনাজপুরে একটি যাত্রীবাহী বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বাসে থাকা গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) ভোরে জেলার আমবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার পরপরই ফেসবুক লাইভে গিয়ে বিষয়টি জানান গণঅধিকার পরিষদের এই মুখপাত্র।

লাইভে তিনি বলেন, দিনাজপুরের আমবাড়ি এলাকায় আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি জলাশয়ে পড়ে গেছে। গাড়ির প্রায় সব যাত্রী কম-বেশি আহত হয়েছেন। আমি নিজেও আহত।

তিনি আরও বলেন, গাড়িচালক হয়তো ঘুমিয়ে পড়ছিলেন বিধায় এমন দুর্ঘটনা হয়েছে। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
পরে আরেকটি পোস্টে তিনি লেখেন, তাকেসহ অন্যান্য আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।তবে বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে, সেই বিষয়ে এখনও বিস্তারিত জানা না যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চালকের অসাবধানতা অথবা যান্ত্রিক ত্রুটি এর পেছনে কারণ হতে পারে।

ফুলবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই আমরা। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করেছে।