
ঢাকাঃ সাভারে ডাকাতির সরঞ্জামাদিসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) ভোর রাতে সাভারের রেডিওকলোনী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়,ভোর রাতে ডাকাতির প্রস্তুতি কালে সাভারের রেডিওকলোনী এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো সোহাগ মোল্ল্যা,সুজন মিয়া,চাঁন মিয়া,ইমরান হোসেন ও হৃদয়।
এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল,একটি ষ্টীলের ধারালো চাপাতি,একটি লাল কসটেপ মোড়ানো লোহার রড উদ্ধার করা হয়। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থানে চুরি/ডাকাতিসহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।