
সাতক্ষীরাঃ সাতক্ষীরায় বিভিন্ন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে ঈদ-ঈ -মিলাদুন্নবী উপলক্ষে রহমাতুল্লির আলামীন হযরত মুহাম্মদ (সঃ)-এর জীবনাদর্শের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল,অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত হাসান খান,সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম,সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল , উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন,উলামা মাশায়েখ,হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ।
বক্তারা হযরত মুহাম্মদ (সঃ)-এর সত্যনিষ্ঠা, সহমর্মিতা ও সামাজিক ন্যায়বিচারের দিকগুলো আলোচনা করেন। তাঁরা বলেন, নবীর আদর্শ শুধু ধর্মীয় জীবনে নয়, বরং সামাজিক ও নৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রেরণার উৎস। সভায় অংশগ্রহণকারীরা নবীজির জীবন থেকে শিক্ষা গ্রহণ করে সমাজে মানবিক মূল্যবোধ ও নৈতিকতাকে প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে কথা বলেন।