
সাতক্ষীরাঃ তক্ষীরার কালিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে হাজী তফিলউদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা শেখ শফিউল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ (পলাশ)। তিনি বলেন, “নবী করিম (সঃ)-এর জীবনাদর্শ হলো আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা। তাঁর শিক্ষা বাস্তবায়নেই আমাদের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিহিত।
মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য শেখ সাইফুল বারী সফু, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব শামসুর রহমান, মাওলানা কুতুবউদ্দিন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক পরিষদের সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন, সাবেক মেম্বার খায়রুল ইসলাম ও সমাজসেবক আলহাজ্ব গোলাম মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, “রাসুল (সঃ)-এর শিক্ষা ও আদর্শ আজকের প্রজন্মকে নৈতিকতার পথে পরিচালিত করতে পারে। সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় তাঁর দিকনির্দেশনা অনুসরণ করা অত্যন্ত জরুরি।আলোচনা সভা শেষে পবিত্র দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুপার মাওলানা শেখ শফিউল্লাহ। এ সময় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি ও জাতির কল্যাণ কামনা করা হয়।