
সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে সততার চর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যয়ে উদ্বোধন করা হলো ‘সততা স্টোর’।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে এ স্টোরের উদ্বোধন অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন, কালিগঞ্জ থানা সিনিয়র উপ-পরিদর্শক মোহাম্মদ মাহবুব হাসান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান,সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম,মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা পারভীন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শেখ রফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অনুজা মন্ডল বলেন, “শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। সততা, নৈতিকতা ও মূল্যবোধ দিয়ে গড়ে উঠা শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। সততা স্টোর শিক্ষার্থীদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, সৎ থাকার অভ্যাস ও দায়িত্ববোধ জাগ্রত করবে। বিশেষ অতিথি অমিত কুমার বিশ্বাস বলেন, “সততা স্টোর শুধু কেনাবেচার জায়গা নয়, এটি একটি চর্চার ক্ষেত্র। এখান থেকে শিক্ষার্থীরা শিখবে কিভাবে সততা জীবনের মূল চালিকাশক্তি হয়ে উঠতে পারে।””শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন বলেন, “সততা স্টোর শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের জন্য এক অভিনব শিক্ষা কার্যক্রম, যা তাদের চরিত্র গঠনে অসাধারণ ভূমিকা রাখবে। ”উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান বলেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে সততার অনুশীলনে উদ্বুদ্ধ করতে হবে। সততা স্টোর সেই প্রয়াসেরই অংশ।” উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশ ছিল উৎসবমুখর এবং শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।