১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সেতারা গ্রুপের শ্রমিকদের জন্য আপন সেবা নিয়ে ‘আপন বাজার’ ফেয়ার শপ এর যাত্রা শুরু

ঢাকাঃ দেশের পোশাক শিল্পের প্রাণশক্তি হলো শ্রমিকরা। তাদের কঠোর পরিশ্রমেই গড়ে উঠেছে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বৃহৎ এই খাত। শ্রমিকদের সেই অবদানের স্বীকৃতি হিসেবেই মুন রেডিওয়ারস লিমিটেড (সেতারা গ্রুপ) উদ্যোগ নিয়েছে ভিন্নধর্মী এক কল্যাণমূলক পদক্ষেপের। প্রতিষ্ঠানটি তাদের কারখানা প্রাঙ্গণেই চালু করেছে ‘আপন বাজার’ নামে একটি ফেয়ার শপ, যেখানে শ্রমিকরা সহজে, সাশ্রয়ে এবং বিশেষ সুবিধাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন।

আজ সোমবার ফেয়ার শপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিএমইএর পরিচালক ও মুন রেডিওয়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসেফ কামাল পাশা। এ সময় উপস্থিত ছিলেন আপন বাজারের ব্যবস্থাপনা পরিচালক মি. ইয়াসির সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়াও উপস্থিত ছিলেন, ই ইউ বায়ার প্রতিনিধি মি. জীবন।

এই দোকানটির মাধ্যমে শ্রমিকরা বাজারমূল্যের তুলনায় কম দামে পণ্য কিনতে পারবেন। প্রয়োজন হলে থাকবে বাকিতে কেনাকাটার সুবিধা। শুধু তাই নয়, বিশেষ অফার ও কেনাকাটার বিপরীতে বাৎসরিক হেলথ কার্ডও প্রদান করা হবে শ্রমিকদের।

উদ্বোধনী অনুষ্ঠানে আসেফ কামাল পাশা বলেন, “শ্রমিকরা দেশের পোশাক শিল্পকে এগিয়ে নিচ্ছেন। তাদের জীবনমান উন্নয়ন এবং সুবিধা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আপন বাজার শ্রমিকদের জন্য একটি ছোট্ট উদ্যোগ হলেও এটি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।”

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বিজিএমইএর পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আসেফ কামাল পাশা শ্রমিকবান্ধব নানা উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন। আপন বাজার সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি দৃষ্টান্ত।

শ্রমিকদের মুখেই শোনা গেল আশার সুর। এক কর্মী জানান, “এখন থেকে বাইরের দোকানের ভিড় বা বাড়তি দামের ঝামেলা ছাড়াই প্রয়োজনীয় জিনিস এখান থেকেই কিনতে পারব। এতে আমাদের সাশ্রয় হবে।”

পোশাক শিল্পের শ্রমিকদের জন্য এই ধরণের উদ্যোগ শুধু তাদের জীবনমানই উন্নত করবে না, বরং শ্রমিক-নিয়োগকর্তা সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :
About Author Information

জনপ্রিয়

নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে শামীম আহমেদ ঢালীর নেতৃত্বে নজরকাঁড়া মিছিল

সেতারা গ্রুপের শ্রমিকদের জন্য আপন সেবা নিয়ে ‘আপন বাজার’ ফেয়ার শপ এর যাত্রা শুরু

প্রকাশের সময়ঃ ০৪:০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ঢাকাঃ দেশের পোশাক শিল্পের প্রাণশক্তি হলো শ্রমিকরা। তাদের কঠোর পরিশ্রমেই গড়ে উঠেছে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বৃহৎ এই খাত। শ্রমিকদের সেই অবদানের স্বীকৃতি হিসেবেই মুন রেডিওয়ারস লিমিটেড (সেতারা গ্রুপ) উদ্যোগ নিয়েছে ভিন্নধর্মী এক কল্যাণমূলক পদক্ষেপের। প্রতিষ্ঠানটি তাদের কারখানা প্রাঙ্গণেই চালু করেছে ‘আপন বাজার’ নামে একটি ফেয়ার শপ, যেখানে শ্রমিকরা সহজে, সাশ্রয়ে এবং বিশেষ সুবিধাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন।

আজ সোমবার ফেয়ার শপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিএমইএর পরিচালক ও মুন রেডিওয়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসেফ কামাল পাশা। এ সময় উপস্থিত ছিলেন আপন বাজারের ব্যবস্থাপনা পরিচালক মি. ইয়াসির সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়াও উপস্থিত ছিলেন, ই ইউ বায়ার প্রতিনিধি মি. জীবন।

এই দোকানটির মাধ্যমে শ্রমিকরা বাজারমূল্যের তুলনায় কম দামে পণ্য কিনতে পারবেন। প্রয়োজন হলে থাকবে বাকিতে কেনাকাটার সুবিধা। শুধু তাই নয়, বিশেষ অফার ও কেনাকাটার বিপরীতে বাৎসরিক হেলথ কার্ডও প্রদান করা হবে শ্রমিকদের।

উদ্বোধনী অনুষ্ঠানে আসেফ কামাল পাশা বলেন, “শ্রমিকরা দেশের পোশাক শিল্পকে এগিয়ে নিচ্ছেন। তাদের জীবনমান উন্নয়ন এবং সুবিধা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আপন বাজার শ্রমিকদের জন্য একটি ছোট্ট উদ্যোগ হলেও এটি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।”

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বিজিএমইএর পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আসেফ কামাল পাশা শ্রমিকবান্ধব নানা উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন। আপন বাজার সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি দৃষ্টান্ত।

শ্রমিকদের মুখেই শোনা গেল আশার সুর। এক কর্মী জানান, “এখন থেকে বাইরের দোকানের ভিড় বা বাড়তি দামের ঝামেলা ছাড়াই প্রয়োজনীয় জিনিস এখান থেকেই কিনতে পারব। এতে আমাদের সাশ্রয় হবে।”

পোশাক শিল্পের শ্রমিকদের জন্য এই ধরণের উদ্যোগ শুধু তাদের জীবনমানই উন্নত করবে না, বরং শ্রমিক-নিয়োগকর্তা সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।