০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন

  • জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ ০৭:০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

 

জবিঃ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “সীরাতে রাসুল (সা.) এক কালজয়ী আদর্শ। তাঁর জীবনবিধান ও নির্দেশনা আধুনিক যুগেও অত্যন্ত প্রাসঙ্গিক। তাই আমাদের সবার উচিত সীরাত ও সুন্নাতকে জীবনে কার্যকর করা।”

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম বলেন, “আজকের এ আয়োজন শুধু ধর্মীয় নয়, এটি এক শিক্ষামূলক উদ্যোগ। মহানবী (সা.) বলেছেন, ‘জ্ঞানার্জন প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য জরুরি।’ তাই নবীর আদর্শ অনুসরণ করেই আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে উঠতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি ও উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান এবং জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল মুনয়িম খাঁন রাসুল (সা.)-এর সীরাত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “প্রত্যেককে রাসুল (সা.)-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে।”

ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “নবী করিম (সা.)-এর জীবনদর্শন যুগে যুগে সমগ্র মানবজাতির জন্য দিশারী হয়ে থাকবে।”

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী মুসলিম। তাঁদের জন্য রাসুল (সা.)-এর জীবনাদর্শের আলোচনার চেয়ে গুরুত্বপূর্ণ কোনো একাডেমিক আলোচনা হতে পারে না।”

এবারই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে বৃহৎ আয়োজনে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন করেছে। এর আগে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কিরাত প্রতিযোগিতায় প্রথম হন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুহাম্মদ রাকিবুল করিম, নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় ভূগোল ও পরিবেশ বিভাগের সুমাইয়া হক বৃষ্টি, রচনা প্রতিযোগিতায় ইসলামিক স্টাডিজ বিভাগের আব্দুল্লাহ আল মামুন এবং ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের নূর এ জান্নাত মিম প্রথম স্থান অর্জন করেন।

অনুষ্ঠান শেষে বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

শ্রীবরদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও জরিমানা আদায়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন

প্রকাশের সময়ঃ ০৭:০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

 

জবিঃ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “সীরাতে রাসুল (সা.) এক কালজয়ী আদর্শ। তাঁর জীবনবিধান ও নির্দেশনা আধুনিক যুগেও অত্যন্ত প্রাসঙ্গিক। তাই আমাদের সবার উচিত সীরাত ও সুন্নাতকে জীবনে কার্যকর করা।”

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম বলেন, “আজকের এ আয়োজন শুধু ধর্মীয় নয়, এটি এক শিক্ষামূলক উদ্যোগ। মহানবী (সা.) বলেছেন, ‘জ্ঞানার্জন প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য জরুরি।’ তাই নবীর আদর্শ অনুসরণ করেই আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে উঠতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি ও উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান এবং জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল মুনয়িম খাঁন রাসুল (সা.)-এর সীরাত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “প্রত্যেককে রাসুল (সা.)-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে।”

ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “নবী করিম (সা.)-এর জীবনদর্শন যুগে যুগে সমগ্র মানবজাতির জন্য দিশারী হয়ে থাকবে।”

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী মুসলিম। তাঁদের জন্য রাসুল (সা.)-এর জীবনাদর্শের আলোচনার চেয়ে গুরুত্বপূর্ণ কোনো একাডেমিক আলোচনা হতে পারে না।”

এবারই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে বৃহৎ আয়োজনে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন করেছে। এর আগে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কিরাত প্রতিযোগিতায় প্রথম হন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুহাম্মদ রাকিবুল করিম, নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় ভূগোল ও পরিবেশ বিভাগের সুমাইয়া হক বৃষ্টি, রচনা প্রতিযোগিতায় ইসলামিক স্টাডিজ বিভাগের আব্দুল্লাহ আল মামুন এবং ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের নূর এ জান্নাত মিম প্রথম স্থান অর্জন করেন।

অনুষ্ঠান শেষে বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।