
সাতক্ষীরাঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের হাদিপুর ক্লাব মোড়ে এক দোকানে নিবন্ধন গ্রহণ ব্যতীত সার প্যাকেটজাত করন ও বিক্রয় করার অপরাধে এক সার ব্যবয়াসীকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর আওতায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ভাবে সার মজবুত রাখার কারণে দোকান মালিক মোহাম্মদ রমজান হোসেনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র সাথে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, এসময় দেবহাটা উপজেলা পুলিশের ফোর্সের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন। সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, কৃষক ও জনস্বার্থে এঅভিযানের কার্যক্রম অব্যাহত থাকবে।