
মানিকগঞ্জঃ লোকজ চর্চা করি, বহুত্ববাদী সমাজ গড়ি “এই স্লোগান নিয়ে মানিকগঞ্জের জয়নগর নারী ও কিশোরীদের উপর সামাজিক সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে গানে গানে এক সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল সারে দশটায় মানিকগঞ্জ সদরের জয়নগর সৈয়দ আয়েশা হক কালচারাল সেন্টার মিলনায়তনে গ্রামীণ শিল্পী সংস্থা ও বারসিক যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় গ্রামীণ শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মো.ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক এস এম রাব্বির সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক তাপস কুমার রাউত,মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল বাসার আব্বাসী,বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, কর্মসূচি সমন্বয়কারী রাশেদা আক্তার, প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কবি জাকির হোসেন রাজু প্রমুখ।
প্রায় পাঁচ ঘন্টা ব্যাপি অনুষ্ঠানে গানে গানে সচেতনতার কথা বলেন মো.শহীদ, মো. আনোয়ার হোসেন, দেওয়ান বাদল,মো নাসির উদ্দীন, গফুর সরকার, মো: ইয়াকুব আলী প্রমুখ ।
আবৃত্তি করেন রুপন্তি সরকার, অঙ্কিতা রাউত, শিল্পী রাজিয়া সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন আমাদের সমাজে অনবরত নারী নির্যাতন, হত্যা, খুন, ধর্ষণ, পরোকিয়া, বহুবিবাহ ও যৌন হয়রানিসহ নানা ধরনের সামাজিক ও প্রাকৃতিক সহিংসতা চলছে। এগুলো কেবল বল প্রয়োগ করে মুক্ত করা সম্ভব নয়। তাই সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশে লোকজ চর্চাই পারে বহুত্ববাদী সমাজ বিনির্মান করতে।