
ঢাকাঃ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত পলমল গ্রুপের তৈরি পোশাক কারখানায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা।
সোমবার (০৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং এর ৮ তলা ভবনের ২য় তলায় স্টোর রুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানায়, প্রতিদিনের মতো ওই পোশাক কারখানায় কাজে যোগদেন শ্রমিকরা। কাজের একপর্যায়ে ফায়ার এলার্ম বেজে উঠলে দিকবিদিক ছুটাছুটি শুরু করে শ্রমিকরা।
পরে শ্রমিকরা নিজ নিজ দায়িত্বে নিরাপদ স্থানে অবস্থান করেন তারা। ওই কারখানায় কর্মরত আছে ৩ হাজার ৫ শতশ্রমিক।
পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে , ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট উপস্থিত হয়ে একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
৪ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটেড চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায় নাই।