
ঢাকাঃ সাভারে এক শত পয়ষট্রি কেজি ওজনের একটি কষ্টি পাথর সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা। এর আগে গতকাল রাতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে কষ্টি পাথরটি উদ্ধার করেন পুলিশ।
গ্রেফতারকৃত আসামি, মিরপুর দারুস সালাম থানা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন।
পুলিশ জানায়,রাতে সাভারের আমিনবাজারে কষ্টি পাথর বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করেন পুলিশ। এসময় কষ্টি পাথর বেচা কেনার সময় এক শত পয়ষট্রি কেজি ওজনের কষ্টি পাথর সহ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন।