
আশুলিয়ার সিটি ইউনিভার্সিটিতে “প্রেজেন্টেশন প্রো: ফর্ম ক্লাসরুম টু কেরিয়ার” কর্মশালা
ঢাকাঃ “প্রেজেন্টেশন শুধু কথা বলার শিল্প নয়; এটি এমন এক দক্ষতা যা আপনার শিক্ষা, আত্মবিশ্বাস, ও ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে” এই মুল মন্ত্রকে সামনে রেখে আশুলিয়া সিটি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো “Presentation Pro: From Classroom to Career” কর্মশালা।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে আশুলিয়ার সিটি ইউনিভার্সিটির হল রুমে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির প্রো ভাইস- চ্যান্সেলর প্রফেসর শাহাদাৎ কবির এবং মুল বক্তা ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লেখক, চলচ্চিত্র নির্মাতা এবং ট্রেইনার ওয়ালিদ আহমেদ।
কর্মশালায় অংশগ্রহণকাদের শেখানো হয়, কিভাবে একাডেমিক প্রেজেন্টেশন থেকে শুরু করে পেশাগত জীবন পর্যন্ত নিজের ভাবনা, আত্মবিশ্বাস ও দক্ষতা দিয়ে অন্যদের সামনে নিজেকে উপস্থাপন করতে হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত একাডেমিক ফলাফল ভালো করলেও অনেক সময় কমিউনিকেশন এবং পেশাগত পর্যায়ে উপস্থাপনার দক্ষতার ঘাটতি ফলে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। আর সেই ঘাটতি পূরণ করাই হলো এই কর্মশালার মূল উদেশ্যে।
এসময় সিটি ইউনিভার্সিটির শিক্ষক ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়।