
শেরপুরঃ শেরপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান।
জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এই প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতার উদ্বোধন করে ডিসি তরফদার মাহমুদুর রহমান বলেন, ক্রীড়া শুধু জয়-পরাজয়ের প্রতিযোগিতা নয়, এটি শৃঙ্খলা, সাহস ও সহমর্মিতার শিক্ষা দেয়। ক্রীড়ার মাধ্যমে গড়ে উঠে সুস্থ, সুন্দর ও দক্ষ প্রজন্ম।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ানের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাকিল মোহাম্মদ, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছা বেগম, জেলা শিক্ষক সমিতির সভাপতি মুহসীন আলী আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে জেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।