
ঢাকাঃ আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর জামগড়া আর্মি ক্যাম্প।
বুধবার (১৫ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সেনাবাহিনীর জামগড়া আর্মি ক্যাম্প। এর আগে গত রাতে আশুলিয়ার ভাদাইল এলাকার একাধিক জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো, আশুলিয়া ভাদাইলের মোঃ ইমন (২৩), মোঃ রাহুল (২৩), মোঃ সাইরোয়ার (৩০), মোঃ সানোয়ার (৩৩), এবং ফরিদপুরের মোঃ বায়েজিদ (২২)।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আশুলিয়ার ভাদাইল এলাকায় কিছু অস্ত্রধারী এবং মাদক ব্যবসায়ী তাদের সহযোগীদের সাথে নিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব তৈরি আসছিল। তাদের প্রত্যেকের নামেই একাধিক অস্ত্র এবং মাদক ব্যবসার মামলা এবং প্রমাণসহ অভিযোগ রয়েছে । এ বিষয়ে জামগড়া আর্মি ক্যাম্পে অভিযোগ আসলে ক্যাম্প থেকে গত রাতে একাধিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ইমন এবং রাহুল সহ সর্বমোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয় জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল।
পরবর্তীতে আটককৃত ছয় জনকে উদ্ধারকৃত বিপুল দেশী অস্ত্র, মোবাইল এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রকৃয়াধীন।