
সাতক্ষীরাঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র সাথে দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে মতবিনিময় ও শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ১৬ অক্টোবর বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যেয়ে উক্ত শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবি শেখ হাবিবুল বাশার, সহ সভাপতি প্রভাষক মোহাম্মদ বাহাউদ্দীন, সাধারণ সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম ও যুগ্ন সম্পাদক যথাক্রমে ডাঃ সালেক রেজা ও ফরিজুল্লাহ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
মতবিনিময়ের সময়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের কাজে যেকোনো সময়ে আপনাদের পাশে থেকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সাথে সাথে তিনি এধরণের ভালো কাজ করার জন্য উপজেলা সাহিত্য পরিষদের সকল সদস্যদের ধন্যবাদ জানান।