
মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের জগতদিয়া গ্রামের বাসিন্দা বেদেনা আক্তার কিছুদিন আগে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন। দীর্ঘদিন স্বাস্থ্য সমস্যা নিয়ে উদ্বিগ্ন বেদেনা আক্তার ও তার পরিবার এই মানবিক সহায়তা পেয়ে গভীর স্বস্তি অনুভব করেছেন।
চিকিৎসা সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত সদস্য মাওলানা মহিদুল ইসলাম, রাজিব হাসান, রুস্তম আলী, খোকন এবং এলাকার অন্যান্য গুণীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফাউন্ডেশনের পক্ষ থেকে বেদেনা আক্তারের প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
চিকিৎসা সহায়তা গ্রহণের পর বেদেনা আক্তারের স্বামী ফাউন্ডেশনের মহাসচিব মানবতার ফেরিওয়ালা জনাব মোজাম্মেল হোসেন মোল্লা ও সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জনাব মোল্লা সাহেব বলেন, “যখন একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো হয়, তখন প্রকৃত বন্ধু ও মানবিকতার পরিচয় বোঝা যায়। মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা।”
শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের এই উদ্যোগ এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিভাত হয়েছে।