০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় গর্ভবতী শ্রমিক মৃত্যুর প্রতিবাদে টানা পঞ্চম দিনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল 

ঢাকাঃ আশুলিয়ায় কানাডিয়ান কম্পানি গিল্ডেন গ্রুপের অব্যবস্থাপনায় গর্ভবতী নারী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুর প্রতিবাদে টানা পঞ্চম দিনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করছে প্রতিষ্ঠানটির শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তারা।

রবিবার (১৯ অক্টোবর) সকালে পলাশবাড়ীর গিল্ডেন অ্যাক্টিভ ওয়্যার বিডি লিমিটেড কারখানার সমনে সমাবেশ শেষে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে পল্লীবিদ্যুৎ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এসময় নিহত শ্রমিকের ক্ষতি পূরণ বাবদ এক কোটি টাকা এবং ফরেন ম্যানেজমেন্ট বাতিল করে বাঙালি ম্যানেজমেন্ট নিয়োগ, এবং নিহত শ্রমিকের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তির দাবিসহ বেশ কিছু দাবি তুলে ধরেন।

উল্লেখ্য এর আগে গত সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাজমিনা খাতুন (২৫)। তিনি নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

শ্রমিকদের অভিযোগ, গর্ভবতী অবস্থায় অসুস্থ হলে তাজমিনা ছুটি ও চিকিৎসা সহায়তা চাইলেও তা পাননি। সহকর্মীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করতে চাইলে তাতেও বাধা দেয় কারখানা কর্তৃপক্ষ। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, যেখানে তাঁর মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হয়ে কাখানার সামনে অবস্থান নিয়ে তিন দিন যাবৎ শ্রমিকরা প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

এইচএসসি ফলাফল ২০২৫: কালীগঞ্জে শিক্ষার আলো ছড়ালো কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ

আশুলিয়ায় গর্ভবতী শ্রমিক মৃত্যুর প্রতিবাদে টানা পঞ্চম দিনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল 

প্রকাশের সময়ঃ ১১:৫০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

ঢাকাঃ আশুলিয়ায় কানাডিয়ান কম্পানি গিল্ডেন গ্রুপের অব্যবস্থাপনায় গর্ভবতী নারী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুর প্রতিবাদে টানা পঞ্চম দিনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করছে প্রতিষ্ঠানটির শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তারা।

রবিবার (১৯ অক্টোবর) সকালে পলাশবাড়ীর গিল্ডেন অ্যাক্টিভ ওয়্যার বিডি লিমিটেড কারখানার সমনে সমাবেশ শেষে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে পল্লীবিদ্যুৎ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এসময় নিহত শ্রমিকের ক্ষতি পূরণ বাবদ এক কোটি টাকা এবং ফরেন ম্যানেজমেন্ট বাতিল করে বাঙালি ম্যানেজমেন্ট নিয়োগ, এবং নিহত শ্রমিকের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তির দাবিসহ বেশ কিছু দাবি তুলে ধরেন।

উল্লেখ্য এর আগে গত সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাজমিনা খাতুন (২৫)। তিনি নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

শ্রমিকদের অভিযোগ, গর্ভবতী অবস্থায় অসুস্থ হলে তাজমিনা ছুটি ও চিকিৎসা সহায়তা চাইলেও তা পাননি। সহকর্মীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করতে চাইলে তাতেও বাধা দেয় কারখানা কর্তৃপক্ষ। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, যেখানে তাঁর মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হয়ে কাখানার সামনে অবস্থান নিয়ে তিন দিন যাবৎ শ্রমিকরা প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছে।