০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিকেএসপিতে ট্যালেন্ট শোক্যাসিং এবং বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান

 

ঢাকাঃ সাভারের বিকেএসপিতে প্রথমবারের মতো  ‘‘শোক্যাসিং বিকেএসপি ট্যালেন্ট এবং বিশেষ সম্মাননা প্রদান নামক একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বিকেএসপির অডিও ভিজুয়্যল সেন্টারে এই ‘‘শোক্যাসিং বিকেএসপি ট্যালেন্ট” এবং বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিবছর বিকেএসপি থেকে যে সকল প্রশিক্ষণার্থী  উচ্চ মাধ্যমিক শেষ করে চলে যায় তাদের পরবর্তী জীবনের প্ল্যাটফর্ম তৈরি করে দেয়াই হচ্ছে এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। একইসাথে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যারা নিবেদিত প্রাণ হিসেবে ক্রীড়া ক্ষেত্রে অবদান রেখেছেন তাদেরকে সম্মাননা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।

বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.মুনীরুল ইসলাম এর সভাপতিত্বে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ১১৪ জন  (আর্চারি- ১১জন, এ্যাথলেটিক্স-০৫ জন, ফুটবল-১৮ জন, ক্রিকেট-২৭জন, হকি- ০৯ জন, সাঁতার- ০২ জন, বাস্কেটবল – ০৪ জন, বক্সিং-০৪ জন, জিমন্যাস্টিক্স-০১ জন, জুডো-০১, কারাতে-০৫ জন, শ্যূটিং-১০ জন, টেবিল টেনিস-০৫ জন, তায়কোয়ানডো- ০১ জন, টেনিস-০৩ জন, ভলিবল- ০৩ জন ও উশু- ০৫ জন )  প্রশিক্ষণার্থীদের গত ছয় বছরের সেরা অর্জন ও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত সাফল্য বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, ক্লাব ও বাহিনীর প্রতিনিধিগণের উপস্থিতিতে তুলে ধরা হয়।

পরবর্তীতে প্রথমবারের মত বিকেএসপি কর্তৃক মরহুম কাজী মাহতাব উদ্দিন আহমেদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বরেণ্য এ ক্রীড়া সংগঠক বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, ইয়ং মেরিনার্স ক্লাব এবং আরামবাগ ক্লাবের সাথে দীর্ঘ ২৪ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

সমাপণী বক্তব্যে বিকেএসপির মহাপরিচালক বলেন যে, বিকেএসপির খেলোয়াড়বৃন্দ প্রশিক্ষণ শেষে তাদের যথাযথ মেধার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বাহিনী, সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং ক্লাব কর্তৃক সঠিক ভাবে মূল্যায়িত হবে। ফলে একদিকে যেমন তারা লাভবান হবে তেমনি ভবিষ্যতে এই খেলোয়াড়দের আর্থিক ও সামাজিক নিরাপত্তা দেখে অন্যান্য ক্ষুদে খেলোয়াড়রা বিকেএসপিতে যোগদানে উৎসাহিত হবে, ফলে দেশের ক্রীড়াঙ্গনের উন্নতি হবে। এ লক্ষ্যে তিনি সকলকে একযোগে কাজ করার আহবান জানান। একই সাথে মহাপরিচালক বলেন যে, আমাদের সকলেরই ক্রীড়াঙ্গনে যারা নি:স্বার্থভাবে সেবা দিয়ে গেছেন, তাদেরকে স্মরণ করা উচিত। তারই পদক্ষেপ হিসেবে প্রথমবারের মত আয়োজিত এই অনুষ্ঠানে মরহুম কাজী মাহতাব উদ্দিন আহমেদকে সম্মাননা প্রদান করা হল। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শ্রীবরদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও জরিমানা আদায়

বিকেএসপিতে ট্যালেন্ট শোক্যাসিং এবং বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান

প্রকাশের সময়ঃ ০৭:৩৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

 

ঢাকাঃ সাভারের বিকেএসপিতে প্রথমবারের মতো  ‘‘শোক্যাসিং বিকেএসপি ট্যালেন্ট এবং বিশেষ সম্মাননা প্রদান নামক একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বিকেএসপির অডিও ভিজুয়্যল সেন্টারে এই ‘‘শোক্যাসিং বিকেএসপি ট্যালেন্ট” এবং বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিবছর বিকেএসপি থেকে যে সকল প্রশিক্ষণার্থী  উচ্চ মাধ্যমিক শেষ করে চলে যায় তাদের পরবর্তী জীবনের প্ল্যাটফর্ম তৈরি করে দেয়াই হচ্ছে এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। একইসাথে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যারা নিবেদিত প্রাণ হিসেবে ক্রীড়া ক্ষেত্রে অবদান রেখেছেন তাদেরকে সম্মাননা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।

বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.মুনীরুল ইসলাম এর সভাপতিত্বে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ১১৪ জন  (আর্চারি- ১১জন, এ্যাথলেটিক্স-০৫ জন, ফুটবল-১৮ জন, ক্রিকেট-২৭জন, হকি- ০৯ জন, সাঁতার- ০২ জন, বাস্কেটবল – ০৪ জন, বক্সিং-০৪ জন, জিমন্যাস্টিক্স-০১ জন, জুডো-০১, কারাতে-০৫ জন, শ্যূটিং-১০ জন, টেবিল টেনিস-০৫ জন, তায়কোয়ানডো- ০১ জন, টেনিস-০৩ জন, ভলিবল- ০৩ জন ও উশু- ০৫ জন )  প্রশিক্ষণার্থীদের গত ছয় বছরের সেরা অর্জন ও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত সাফল্য বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, ক্লাব ও বাহিনীর প্রতিনিধিগণের উপস্থিতিতে তুলে ধরা হয়।

পরবর্তীতে প্রথমবারের মত বিকেএসপি কর্তৃক মরহুম কাজী মাহতাব উদ্দিন আহমেদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বরেণ্য এ ক্রীড়া সংগঠক বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, ইয়ং মেরিনার্স ক্লাব এবং আরামবাগ ক্লাবের সাথে দীর্ঘ ২৪ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

সমাপণী বক্তব্যে বিকেএসপির মহাপরিচালক বলেন যে, বিকেএসপির খেলোয়াড়বৃন্দ প্রশিক্ষণ শেষে তাদের যথাযথ মেধার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বাহিনী, সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং ক্লাব কর্তৃক সঠিক ভাবে মূল্যায়িত হবে। ফলে একদিকে যেমন তারা লাভবান হবে তেমনি ভবিষ্যতে এই খেলোয়াড়দের আর্থিক ও সামাজিক নিরাপত্তা দেখে অন্যান্য ক্ষুদে খেলোয়াড়রা বিকেএসপিতে যোগদানে উৎসাহিত হবে, ফলে দেশের ক্রীড়াঙ্গনের উন্নতি হবে। এ লক্ষ্যে তিনি সকলকে একযোগে কাজ করার আহবান জানান। একই সাথে মহাপরিচালক বলেন যে, আমাদের সকলেরই ক্রীড়াঙ্গনে যারা নি:স্বার্থভাবে সেবা দিয়ে গেছেন, তাদেরকে স্মরণ করা উচিত। তারই পদক্ষেপ হিসেবে প্রথমবারের মত আয়োজিত এই অনুষ্ঠানে মরহুম কাজী মাহতাব উদ্দিন আহমেদকে সম্মাননা প্রদান করা হল। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।