০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে ডোবা থেকে উদ্ধার হলো এক যুবকের মরদেহ

 

যশোরঃ যশোরের বেনাপোলে আব্দুল আলীম (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোম্বর) সকালে বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের দক্ষিণপাড়ার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল আলীম সাদিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভবঘুরে জীবনযাপন করতেন।

স্থানীয়ার জানান, সকালে পুকুরপাড় এলাকা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা খোঁজ নিতে যান। কিছুক্ষণ পর রাস্তার পাশে একটি ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আলিমের স্বজনরা জানান, তিনি প্রায়ই বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন এবং মানুষের কাছ থেকে খাবার চেয়ে খাইতেন। হঠাৎ কয়েক দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মানিক কুমার সাহা বলেন, মরদেহে উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলিমের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। তিনি মূলত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

কালিগঞ্জ উপজেলা সদরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ

বেনাপোলে ডোবা থেকে উদ্ধার হলো এক যুবকের মরদেহ

প্রকাশের সময়ঃ ০২:১৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

 

যশোরঃ যশোরের বেনাপোলে আব্দুল আলীম (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোম্বর) সকালে বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের দক্ষিণপাড়ার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল আলীম সাদিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভবঘুরে জীবনযাপন করতেন।

স্থানীয়ার জানান, সকালে পুকুরপাড় এলাকা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা খোঁজ নিতে যান। কিছুক্ষণ পর রাস্তার পাশে একটি ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আলিমের স্বজনরা জানান, তিনি প্রায়ই বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন এবং মানুষের কাছ থেকে খাবার চেয়ে খাইতেন। হঠাৎ কয়েক দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মানিক কুমার সাহা বলেন, মরদেহে উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলিমের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। তিনি মূলত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।