০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 

মানিকগঞ্জঃ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলাম।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ডাকঘরের সামনে এসে শেষ হয়। এর আগে বাসস্ট্যান্ড রাজ হোটেলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক ও মানিকগঞ্জ -২ আসনে জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন।

আরো বক্তব্য রাখেন জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, নায়েবে আমীর এডভোকেট আনোয়ার হোসেন, পৌরসভার আমীর মোঃ হুমায়ুন কবির, সদর আমীর মোঃ ফজলুল হক, সদর সেক্রেটারি এডভোকেট সালাহ উদ্দিন প্রমুখ ।

বক্তারা অবিলম্বে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ অন্যান ইসলামী দলের দাবি সমূহ মেনে গণভোটের আয়োজন করার আহ্বান জানান।

অপরদিকে বেলা ৪ টার দিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে খালপাড় শহীদ রফিক চত্বরে এসে সমাবেশ করে।

Tag :
About Author Information

জনপ্রিয়

কালিগঞ্জ উপজেলা সদরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ

মানিকগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৬:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

 

মানিকগঞ্জঃ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলাম।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ডাকঘরের সামনে এসে শেষ হয়। এর আগে বাসস্ট্যান্ড রাজ হোটেলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক ও মানিকগঞ্জ -২ আসনে জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন।

আরো বক্তব্য রাখেন জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, নায়েবে আমীর এডভোকেট আনোয়ার হোসেন, পৌরসভার আমীর মোঃ হুমায়ুন কবির, সদর আমীর মোঃ ফজলুল হক, সদর সেক্রেটারি এডভোকেট সালাহ উদ্দিন প্রমুখ ।

বক্তারা অবিলম্বে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ অন্যান ইসলামী দলের দাবি সমূহ মেনে গণভোটের আয়োজন করার আহ্বান জানান।

অপরদিকে বেলা ৪ টার দিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে খালপাড় শহীদ রফিক চত্বরে এসে সমাবেশ করে।