
শেরপুরঃ শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বরাটিয়া গ্রামের বাসিন্দা মৃত আবুল হোসেন হাজী কর্তৃক ১৯৮৩ সালে ক্রয়সূত্রে সাব-কবলা দলিল মূলে পার্শ্ববর্তী গাজীরখামার বাজারে ৫ শতাংশ জমি জবরদখলকারী বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসর গাজীরখামার ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান মিন্টু গংরা বিগত ২০০৬ সালের ৯ মার্চ জবরদখল করে নিয়েছেন।
শুধু জমি জবরদখল করেও ক্ষান্ত থাকেনি জমির মালিক ভুক্তভোগী মোঃ লাল মিয়াসহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদান করেন। এছাড়াও লাল মিয়ার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে ২৬ অক্টোবর রোববার এক সংবাদ সম্মেলনে বিভিন্ন মিথ্যাচার করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালিয়েছে। এমন মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে মৃত আবুল হোসেন হাজীর ছেলে ভুক্তভোগী মোঃ লাল মিয়া ২৭ অক্টোবর সোমবার সকাল ১১টায় গাজীরখামার বাজারে প্রকৃত ঘটনা ও তথ্য তুলে ধরে এক সংবাদ সম্মেলন করেছেন।
এসময় উপস্থিত সাংবাদিকদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী মোঃ লাল মিয়া। তিনি বলেন, সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বরাটিয়া গ্রামের বাসিন্দা তার মৃত বাবা আলহাজ্ব আবুল হোসেন বিগত ১৯৮৩ সালে সি.এস নং ৪৭২, দাগ নং ২২৬৫, আর.ও.আর ৬৩৪, বি.আর.এস ৩৫৪৭, বি.আর.এস মালিক জমির উদ্দিন এর দাগ নং ১০৫৫৫ জমির ৫ শতাংশ জমি সাব-কবলা দলিল মূলে ক্রয় করে সেখানে টিনের চৌচালা ঘর নির্মাণ করেন। এদিকে বিগত ২০০৬ সালের ৯ মার্চ গাজীরখামার বাজার সংলগ্ন সরকার বাড়ীর বাসিন্দা এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ফ্যাসিস্ট মোঃ আনিসুর রহমান মিন্টুর নেতৃত্বে একই পরিবারের মিঠু মিয়া, মামু ওরফে আতিক নায়েব, আরিফুর রহমান মাখন ও ওবায়দুর রহমান সিজারসহ গংরা ঘরসহ ওই ৫ শতাংশ জমি জোরপূর্বক এবং তৎকালিন আওয়ামী লীগ সরকারের দলীয় প্রভাব খাঁটিয়ে জবরদখল করে নেয়।
পরবর্তী উভয় পক্ষের মধ্যে আদালতে মামলা মোকদ্দমা চলার পর আইন-শৃংখলা রক্ষকারী বাহিনী আনিসুর রহমান মিন্টু গংদের স্থাপনা নির্মাণ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন। এদিকে সূচতুর আনিসুর রহমান মিন্টু গংরা উদোরপিন্ডি বুদোর ঘারে চাপাতে মিথ্যা সংবাদ সম্মেলন আহ্বান করেন। এসব মিথ্যাচারের বিরুদ্ধে ভুক্তভোগী মোঃ লাল মিয়া প্রকৃত জমির মালিকানাকে তারা জনসম্মুখে তুলে ধরতে সোমবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। এসময় তিনি প্রকৃত জমির মালিকানা দাবি করে ক্রয়কৃত জমি ফিরে পেতে আদালত ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছেন।
এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ, গাজীরখামার বাজারের ব্যবসায়ীবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
শেরপুর প্রতিনিধিঃ 


















