
টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের চতুর্থ তলায় উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনে’র সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, সমাজসেবা অফিসার মো. মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ইমরান হোসেন, শিক্ষা অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম খান, ফায়ার স্টেশন অফিসার বোরহান আলী, ফুলবাগচালা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আলী,টি আইবির পক্ষে বক্তব্য রাখেন আব্দুল মালেক বিএসসি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ. হামিদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সহ আইনশৃঙ্খলা কমিটির বিভিন্ন সদস্য গণ।
সভায় মাদক, জুয়া, বাল্য বিবাহ, সহ আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
আ. হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 


















