12:45 pm, Friday, 23 May 2025

ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী সাম্যের মৃতু, বাদ যোহর জানাজা

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ 01:09:17 pm, Wednesday, 14 May 2025
  • 15 বার পড়া হয়েছে

 

আলোকিত কন্ঠ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের জানাজা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ মে) ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক ওয়াসী তামী এই তথ্য জানিয়েছেন।

সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী ছিলেন। তিনি হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন।

তিনি ছাত্রদলের হল শাখার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী, সাম্যের বন্ধু ও রাজনৈতিক সহপাঠীদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে অংশ নেন সাম্য।

এর ভিডিও নিজের ফেসবুকেও শেয়ার করেন তিনি।

পরে তিনি সোহরাওয়ার্দী উদ্যানে যান।

এরপর মোটরসাইকেলে আঘাতকে কেন্দ্র করে একপক্ষের সাথে হাতাহাতিতে জড়ান তিনি। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা।

সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেটের নিরাপত্তা রক্ষী সুজন মিয়া জানান, রাত সাড়ে ১১ টা নাগাদ সাম্যকে ধরাধরি করে গেট দিয়ে নিয়ে যেতে দেখেছেন তিনি। এসময় তার শরীরে রক্ত ছিল।

এদিকে সাম্যের ঘটনায় শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ বিশ্ববিদ্যালয় পরিবার।

বুধবার (১৪)  মে বিশ্ববিদ্যালয়ের  জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য কাজ করছে। শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি ও অপরাপর প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিহত শিক্ষার্থীর পরিবারকে পূর্ণ সহযোগিতা প্রদান করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী সাম্যের মৃতু, বাদ যোহর জানাজা

প্রকাশের সময়ঃ 01:09:17 pm, Wednesday, 14 May 2025

 

আলোকিত কন্ঠ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের জানাজা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ মে) ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক ওয়াসী তামী এই তথ্য জানিয়েছেন।

সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী ছিলেন। তিনি হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন।

তিনি ছাত্রদলের হল শাখার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী, সাম্যের বন্ধু ও রাজনৈতিক সহপাঠীদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে অংশ নেন সাম্য।

এর ভিডিও নিজের ফেসবুকেও শেয়ার করেন তিনি।

পরে তিনি সোহরাওয়ার্দী উদ্যানে যান।

এরপর মোটরসাইকেলে আঘাতকে কেন্দ্র করে একপক্ষের সাথে হাতাহাতিতে জড়ান তিনি। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা।

সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেটের নিরাপত্তা রক্ষী সুজন মিয়া জানান, রাত সাড়ে ১১ টা নাগাদ সাম্যকে ধরাধরি করে গেট দিয়ে নিয়ে যেতে দেখেছেন তিনি। এসময় তার শরীরে রক্ত ছিল।

এদিকে সাম্যের ঘটনায় শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ বিশ্ববিদ্যালয় পরিবার।

বুধবার (১৪)  মে বিশ্ববিদ্যালয়ের  জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য কাজ করছে। শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি ও অপরাপর প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিহত শিক্ষার্থীর পরিবারকে পূর্ণ সহযোগিতা প্রদান করা হবে।