
জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী অগ্নিকন্যাদের সম্মাননা ও নবীনবরণ অনুষ্ঠান করবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জবি শাখা।
আগামী ১৩ আগস্ট (বুধবার) দুপুর ২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদ নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেবে এবং জুলাই বিপ্লবের স্মরণে বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা হবে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ এবং প্রধান আলোচক বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফুন্নাহার রুমা।
এই বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি এ কে এম রাকিব বলেন, “জুলাই অভ্যুত্থানে নারী শিক্ষার্থীরা ছিলেন আমাদের শক্তির প্রতীক—তারা শুধু পাশে দাঁড়ায়নি, ভাইদের রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত ঝুঁকির মুখে ফেলেছে। তাদের এই সাহসিকতা, আত্মত্যাগ ও অবদানের প্রতি ন্যূনতম কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা হিসেবেই আমাদের এই আয়োজন।”