০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সুবিধাবঞ্চিত মানুষদের সুচিকিৎসা প্রদান

ঢাকাঃ বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায়, ৮১ ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে।

বুধবার (অক্টোবর) আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্পের  আয়োজনে জামগড়ায় ঘোষবাগের সামাজিক কনভেনশন হলে এই মেডিকেল ক্যাম্পইন অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে সাভার সেনানিবাস হতে আগত চারজন বিশেষজ্ঞ সহ সর্বমোট ৬ জন চিকিৎসক দিনব্যাপী প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন। চক্ষু, চর্ম, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞের পাশাপাশি অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে জামগড়া আর্মি ক্যাম্পের এর অধিনায়ক লে. কর্নেল সজীবুল ইসলাম পি.এস.সি বলেন,  আশুলিয়া–জামগড়া শিল্পাঞ্চলে শান্তি ও শৃঙ্খলা রক্ষায়, এবং এলাকায় সন্ত্রাসী, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী নির্মূলে নিয়মিত কঠোর অভিযানিক কর্মকান্ডের সময় পরিলক্ষিত হয় যে, এই এলাকায় অনেক দুস্থ, গরিব, কর্মহীন ও ভাসমান জনগণ রয়েছে যারা দারিদ্রতার কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। সাধারণ জনগণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবহিত করা হয়।

যার ফলশ্রুতিতে আজ,  জিওসি ৯ পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায়, ৮১ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে, জামগড়া আর্মি ক্যাম্প আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম আয়োজন করেছে।

 বাংলাদেশ সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশব্যাপী মোতায়েন থাকাকালীন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। যার অংশ হিসেবে জামগড়া আর্মি ক্যাম্পের আয়োজনে, অত্র এলাকায় আজকে সহ মোট দুইবার মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয় এবং  ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে সকলকে অবহিত করেন জামগড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক।

চিকিৎসা সেবা প্রাপ্ত রোগীরা সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শার্শায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর’ পশু চিকিৎসকসহ দু’জনকে মারধর

আশুলিয়ায় জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সুবিধাবঞ্চিত মানুষদের সুচিকিৎসা প্রদান

প্রকাশের সময়ঃ ০৩:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ঢাকাঃ বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায়, ৮১ ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে।

বুধবার (অক্টোবর) আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্পের  আয়োজনে জামগড়ায় ঘোষবাগের সামাজিক কনভেনশন হলে এই মেডিকেল ক্যাম্পইন অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে সাভার সেনানিবাস হতে আগত চারজন বিশেষজ্ঞ সহ সর্বমোট ৬ জন চিকিৎসক দিনব্যাপী প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন। চক্ষু, চর্ম, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞের পাশাপাশি অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে জামগড়া আর্মি ক্যাম্পের এর অধিনায়ক লে. কর্নেল সজীবুল ইসলাম পি.এস.সি বলেন,  আশুলিয়া–জামগড়া শিল্পাঞ্চলে শান্তি ও শৃঙ্খলা রক্ষায়, এবং এলাকায় সন্ত্রাসী, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী নির্মূলে নিয়মিত কঠোর অভিযানিক কর্মকান্ডের সময় পরিলক্ষিত হয় যে, এই এলাকায় অনেক দুস্থ, গরিব, কর্মহীন ও ভাসমান জনগণ রয়েছে যারা দারিদ্রতার কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। সাধারণ জনগণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবহিত করা হয়।

যার ফলশ্রুতিতে আজ,  জিওসি ৯ পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায়, ৮১ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে, জামগড়া আর্মি ক্যাম্প আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম আয়োজন করেছে।

 বাংলাদেশ সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশব্যাপী মোতায়েন থাকাকালীন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। যার অংশ হিসেবে জামগড়া আর্মি ক্যাম্পের আয়োজনে, অত্র এলাকায় আজকে সহ মোট দুইবার মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয় এবং  ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে সকলকে অবহিত করেন জামগড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক।

চিকিৎসা সেবা প্রাপ্ত রোগীরা সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।