
সাতক্ষীরাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বাদ আসর উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ আব্দুল আজিজ এর সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক জিএম রবিউল্যাহ বাহার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে মীর শাহাদাৎ হোসেন, আবু সাঈদ, কুশুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ ইয়াছিন আলী, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ আমিনুর ইসলাম, ভাড়াশিমলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ নাইম হোসেন, মৌতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান, যুবদল নেতা হাফিজুর রহমান, রবিউল ইসলাম, শাহিন, বাদশা, ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ ইসমাইল হোসেন প্রমূখ।
এসময় যুবদলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েকশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে বিভিন্ন ফলজ বৃক্ষ যেমন (একটা আম, একটা সুপারী, একটা পেয়ারা) চারা বিতরণ করা হয় ও কাঁকশিয়ালী নদীতে মৎস্য অবমুক্তকরণ করা হয়।
শেখ ফারুক হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ 


















