
লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে র্যালি, আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা যুবদলের সদস্য সচিব কুদরুত-ই মেহেরবান মিঠুর সঞ্চালনায় উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রালমনিরহাট- আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ বাবু,
উপজেলা বিএনপির অন্যতম সদস্য ফারহান উদ্দীন আহমেদ পাশা।
এসময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওাা জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুরঃ 


















