
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে ফ্রি মেডিকেল ও প্রতিবন্ধিতা সনাক্তকরণ ক্যাম্প ও গাছ বিতরন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় মানিকগঞ্জের নারাঙ্গাই এলাকায় ন্যাশনাল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এ ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটি, সিআরপি হাসপাতাল মানিকগঞ্জ, প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও এনপিআই’র উদ্যোগে দিনব্যাপী এ ফ্রী মেডিকেল ক্যাম্প চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসেন। তিনি বলেন,“প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও সমাজের সম্পদ। সুযোগ ও সহায়তা পেলে তারাও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
আমাদের সমাজে অনেক সময় প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতির বদলে অবহেলা দেখা যায়। অথচ তারা আমাদেরই ভাই-বোন, সন্তান। তাদের পাশে দাঁড়ানো মানে মানবতার পাশে দাঁড়ানো। সমাজের প্রতিটি স্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সোমবার (২৭ অক্টোবর) মানিকগঞ্জের ন্যাশনাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী “সার্ভিস প্রোগ্রাম” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লায়ন্স ক্লাবের ও ড্রিম সিটির সভাপতি লায়ন্স লুৎফর রহমান, লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি ও পরিচালক সামছুল রহমান, সাবেক কেবিনেট সেক্রেটারি লায়ন্স ইজাজ আহমেদ, সদর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি এডভোকেট মাসুদুল হক মাসুদ,ন্যাশনাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ড.ফারুক হোসেন, সিআরপি হাসপাতালের অধ্যক্ষ মোঃ মাহাবুব ইসলাম, ল্যাব-২৪ এর পরিচালক ডাঃ আল মামুন,মানিকগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি আবুল বাসার আব্বাসী, টিআরইউর সভাপতি মনিরুল ইসলাম মিহির। বক্তব্য শেষে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
দিনব্যাপী কর্মসূচিতে শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার 


















