১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জবি শিক্ষার্থী নূর নবীকে বাঁচাতে সহায়তার আহ্বান

 

জবিঃ জীবনের এক কঠিন সময় পার করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফাইন্যান্স বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মীর নূরনবী। দীর্ঘ সাত বছর ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে চলা এই শিক্ষার্থী এখন আবারও রোগটির ভয়াবহ আক্রমণের মুখে।

২০১৭ সালে এসএসসি পরীক্ষার পর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার অংশ হিসেবে তখন বাম পা কেটে ফেলতে হয়। কিন্তু দৃঢ় মনোবল নিয়ে তিনি হার মানেননি। অদম্য ইচ্ছাশক্তি ও স্বপ্নকে সঙ্গে নিয়ে ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি প্রতিদিন সাভার থেকে প্রায় ৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিয়মিত ক্লাস করেছেন। ইতিমধ্যে ৭টি সেমিস্টার সফলভাবে সম্পন্ন করেছেন এই মেধাবী শিক্ষার্থী। তবে সম্প্রতি নূরনবীর শরীরে আবারও ক্যান্সার ধরা পড়ে, এবার তা তার ফুসফুসে ছড়িয়ে পড়েছে। চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করার পরামর্শ দিলেও অর্থাভাবে বর্তমানে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে।

নূরনবীর সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু আল শাহরিয়ার শাওন বলেন,“আমার বন্ধুকে আমি আবার ক্লাসে দেখতে চাই,পরীক্ষার হলে দেখতে চাই। আমি চাই না আমার বন্ধু আমার থেকে দূরে থাকুক। আমি চাই আমার বন্ধুকে বাঁচাতে সবাই এগিয়ে আসুক।”

নূরনবীর পরিবার জানায়, প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ সকলের কাছে সহায়তার হাত বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

সহায়তার মাধ্যম :
Bank: Agrani Bank Limited, Savar Branch
Account Name: Mir Nurnobi
Account No: 0200018628684
Routing: 010264094
SWIFT: AGBKBDDH
bKash / Nagad (Personal): 01792823654

Tag :
About Author Information

জনপ্রিয়

রক্তাক্ত ২৮ অক্টোবর শহীদ ও আহতদের স্মরণে নারায়ণগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও দোয়া

জবি শিক্ষার্থী নূর নবীকে বাঁচাতে সহায়তার আহ্বান

প্রকাশের সময়ঃ ০৭:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

 

জবিঃ জীবনের এক কঠিন সময় পার করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফাইন্যান্স বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মীর নূরনবী। দীর্ঘ সাত বছর ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে চলা এই শিক্ষার্থী এখন আবারও রোগটির ভয়াবহ আক্রমণের মুখে।

২০১৭ সালে এসএসসি পরীক্ষার পর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার অংশ হিসেবে তখন বাম পা কেটে ফেলতে হয়। কিন্তু দৃঢ় মনোবল নিয়ে তিনি হার মানেননি। অদম্য ইচ্ছাশক্তি ও স্বপ্নকে সঙ্গে নিয়ে ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি প্রতিদিন সাভার থেকে প্রায় ৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিয়মিত ক্লাস করেছেন। ইতিমধ্যে ৭টি সেমিস্টার সফলভাবে সম্পন্ন করেছেন এই মেধাবী শিক্ষার্থী। তবে সম্প্রতি নূরনবীর শরীরে আবারও ক্যান্সার ধরা পড়ে, এবার তা তার ফুসফুসে ছড়িয়ে পড়েছে। চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করার পরামর্শ দিলেও অর্থাভাবে বর্তমানে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে।

নূরনবীর সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু আল শাহরিয়ার শাওন বলেন,“আমার বন্ধুকে আমি আবার ক্লাসে দেখতে চাই,পরীক্ষার হলে দেখতে চাই। আমি চাই না আমার বন্ধু আমার থেকে দূরে থাকুক। আমি চাই আমার বন্ধুকে বাঁচাতে সবাই এগিয়ে আসুক।”

নূরনবীর পরিবার জানায়, প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ সকলের কাছে সহায়তার হাত বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

সহায়তার মাধ্যম :
Bank: Agrani Bank Limited, Savar Branch
Account Name: Mir Nurnobi
Account No: 0200018628684
Routing: 010264094
SWIFT: AGBKBDDH
bKash / Nagad (Personal): 01792823654