১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 

শেরপুরঃ ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান।

শেরপুর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান এর সঞ্চালনায় আরো বক্তব্য বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সূরা সদস্য হাফেজ মাওলানা আব্দুল বাতেন, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবাহান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুম সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ যে নির্মম নির্যাতন চালিয়েছে তা বিশ্ব ইতিহাসে বিরল। সেই দিন তারা সশস্ত্র হামলা চালিয়ে হত্যা করে এবং লাশের ওপর নৃত্য করে নির্মমতা প্রকাশ করা হয়। আওয়ামী লীগের এই বর্বরতার দৃষ্টান্ত মানবতার জন্য কলঙ্ক। অবিলম্বে এই হত্যাকান্ডের জন্য দায়ী খুনী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

আলোচনা সভা শেষে শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। এসময় জেলা উপজেলা ও পৌর শহর জামায়াতের নেতৃবৃন্দরা মিছিল অংশ নেয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

রক্তাক্ত ২৮ অক্টোবর শহীদ ও আহতদের স্মরণে নারায়ণগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও দোয়া

শেরপুরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৮:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

 

শেরপুরঃ ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান।

শেরপুর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান এর সঞ্চালনায় আরো বক্তব্য বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সূরা সদস্য হাফেজ মাওলানা আব্দুল বাতেন, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবাহান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুম সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ যে নির্মম নির্যাতন চালিয়েছে তা বিশ্ব ইতিহাসে বিরল। সেই দিন তারা সশস্ত্র হামলা চালিয়ে হত্যা করে এবং লাশের ওপর নৃত্য করে নির্মমতা প্রকাশ করা হয়। আওয়ামী লীগের এই বর্বরতার দৃষ্টান্ত মানবতার জন্য কলঙ্ক। অবিলম্বে এই হত্যাকান্ডের জন্য দায়ী খুনী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

আলোচনা সভা শেষে শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। এসময় জেলা উপজেলা ও পৌর শহর জামায়াতের নেতৃবৃন্দরা মিছিল অংশ নেয়।