
শেরপুরঃ হাইকোর্ট বিভাগের নির্দেশনা বাস্তবায়ন ও পরিবেশ রক্ষায় শেরপুরে ইটভাটা মালিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম, পরিদর্শক সুশীল কুমার দাস, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব এ. বি.এম মামুনুর রশিদ পলাশ, জেলা জামায়াতের সূরা সদস্য হাফেজ মাওলানা আব্দুল বাতেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোঃ লিখন মিয়া, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মোঃ আরিফ হোসেন সহ জেলার সকল ইটভাটার মালিকগণ।
মতবিনিময় সভায় ইটভাটার মালিকগণ জানান, শেরপুর জেলায় কোন ড্রাম চিমনি বা ফিক্সড চিমনির ইটভাটা নেই। জিগজ্যাগ পদ্ধতির ইটভাটায় দূষণ কম তাই এই প্রযুক্তির ইটভাটা পরিচালনার ক্ষেত্রে প্রশাসনের সহায়তার অনুরোধ করেন।
তরফদার মাহমুদুর রহমান বলেন, বিদ্যমান আইনে নির্দেশনার বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। যারা অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে বিদ্যমান আইন ও মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হবে। এই বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
শেরপুর প্রতিনিধিঃ 


















