
ঢাকাঃ সারা আইন শৃঙ্খলার চরম অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্তিত্বশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে এই মিছিল বের হয়ে নবিনগর-চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় স্মৃতিসৌধের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রায় সাভার-আশুলিয়া ও ধামরাইয়ের প্রায় ৫ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন মাসুম, যুবদল নেতা রবিক দেওয়ান, টিপু সুলতানসহ অনেকে।
এ সময় বক্তরা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। একটি সুষ্ঠ নির্বাচনের জন্য আওয়ামী লীগ সরকারের পতন ঘটালেও সরকার নির্বাচন নিয়ে নানা টালবাহানা করছে। আর একটি মহল গোপন তৎপরতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার মাধ্যনে নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র করে চলছে। দেশকে গনতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে বিএনপি সরকারের বিকল্প নেই।
সভায় আরো বক্তারা বলেন, প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে নানা অপরাধ, সন্ত্রাস, রাজনৈতিক হয়রানি ও দমন-পীড়ন বেড়েই চলেছে। এর মাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। অরাজকতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারণ করেন তারা।