
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিদে জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অভিযোগ দেয়ার পর থেকেই অভিযোগকারীকে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। হুমকিদাতাদের ভয়ে বাড়ি ছাড়া হয়ে বর্তমানে অন্যত্র অবস্থান করছেন সেই অভিযোগকারী।
মানিকগঞ্জের দৌলতপুর যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা এখন যেন বালুখেকোদের স্বর্গরাজ্য। ইজারাকৃত সীমা উপেক্ষা করে প্রতিদিন নদী থেকে কোটি কোটি টাকার মূল্যমানের বালু উত্তোলন করে চলেছে একটি প্রভাবশালী চক্র। অভিযোগ উঠেছে, এই অবৈধ কর্মকাণ্ডের নেতৃত্বে রয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক প্রভাবশালী নেতারা।
প্রতিদিন ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই লুটপাট। ব্যবহার হচ্ছে অনেক বেশি ড্রেজার মেশিন, আর নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিশাল ক্যাডার বাহিনী ও স্পিডবোট। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও নৌ পুলিশের নীরব ভূমিকা এই দুঃসাহসিক কর্মকাণ্ডকে করছে আরও শক্তিশালী।
স্থানীয়রা জানায়, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙনের শিকার হয়েছে অনেক মৌজা। বিপন্ন হয়ে পড়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধ, শিক্ষা ও ধর্মীয় অবকাঠামো। অথচ প্রশাসন মুখে শুধু ‘ব্যবস্থা নেয়া হবে’ বলেই দায় সারছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ড: মানোয়ার হোসেন মোল্লা বলেন, ইজারাকৃত স্থানের বাহিরে গিয়ে বালু উত্তোলন করা হলে আমরা ব্যবস্থা নিব।